‘নির্বাচনের ট্রেন’ কারো জন্য দাঁড়িয়ে থাকবে না: তথ্যমন্ত্রী

রবিবার, ৩১ জুলাই ২০২২ | ১১:০১ পূর্বাহ্ণ

‘নির্বাচনের ট্রেন’ কারো জন্য দাঁড়িয়ে থাকবে না: তথ্যমন্ত্রী
apps

শনিবার নীলফামারীর জলঢাকা উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘সব দলের অংশগ্রহণে একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন হোক সেটিই আমরা চাই। আমরা আশা করি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে।

“তবে নির্বাচনের ট্রেন কারো জন্য দাঁড়িয়ে থাকবে না। ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনের ট্রেন কারো জন্য দাঁড়িয়ে ছিল না একইভাবে ২০২৪ সালে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সে নির্বাচনের ট্রেনও কারো জন্য দাঁড়িয়ে থাকবে না।”এ সময় বিএনপির সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, “বিএনপি এখন হারিকেন নিয়ে মিছিল করছে। তাদের ওই মিছিল দেখে আমার হঠাৎ মনে হলো, বিএনপির দলীয় প্রতীক বদলে গেল কি-না, হারিকেন হয়ে গেল কি-না?”

“তাদের এমন হারিকেন মিছিলে জনগণ আশঙ্কায় আছে; কারণ ওই হারিকেন আবার কখন পেট্রলবোমা হয়ে যায়।” দুপুরে কেন্দ্রীয় অতিথিদের নিয়ে জাতীয়, দলীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ।

Development by: webnewsdesign.com