ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ট্রাক চাপায় শিশুর মৃত্যু হয়েছে। ১৪ ফেব্রুয়ারী আজ সোমবার সকাল ১১ ঘটিকার সময় উপজেলার হরিপুর ইউনিয়নের টেকপাড়া চৌরাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মোঃ রাসেল খান (৭), তার পিতার নাম মোঃ আউয়াল খান।
সরেজমিন ঘটনাস্থলে গিয়ে জানা গেছে, টেকপাড়ার ভিতর দিয়ে জনগণের পায়ে চলাচলের একটি রাস্তা রয়েছে। উক্ত রাস্তা দিয়ে গ্রামের প্রভাবশালী ব্রিক ফিল্ডের মালিক কাপ্তান মিয়া প্রতিদিন ৩০টি ট্রাক দিয়ে মাঠ থেকে মাটি ভর্তি করে ব্রিক ফিল্ডের আনা নেওয়া করছে। ফলে রাস্তাটি ভেঙ্গে বড় বড় গর্তে পরিণত হয়েছে। গ্রামের জনগণ বাঁধা দিলে তাদের উপর চলে অত্যাচার নির্যাতন। গতকাল বিকেলে রাস্তা দিয়ে ট্রাক চলাচলে বাঁধা দিলে কাপ্তান ও তার লোকজন প্রতিবেশীদের উপর হামলা করে।
স্থানীয়রা জানায়, এ সময় কাপ্তান মিয়া প্রকাশ্যে হুমকি দেয়, কাল থেকে ট্রাক চলাচলের সময় উক্ত রাস্তায় যাকে পাওয়া যাবে তাকেই মাটি বোঝাই ট্রাকের নীচে ফেলে শেষ করে দিবে।এ অভিযোগ অস্বীকার করে মো. কাপ্তান বলেন, ‘ট্রাক ড্রাইভার ছেলেটিকে মারছে। আমার কোনো দোষ নাই। আমি কাউকে কোনো হুমকি দিইনি।’
নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ সরকার বলেন, ট্রাকচাপায় ঘটনাস্থলেই শিশু রাসেলের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। তবে এ ঘটনায় এখনও কেউ মামলা দায়ের করতে আসেনি।
Development by: webnewsdesign.com