কক্সবাজারের টেকনাফে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫) এর সদস্যরা প্রধান সড়কে অভিযান চালিয়ে সশস্ত্র অবস্থায় মাদকের চালান খালাস করে ফেরার পথে ইয়াবা ও বিদেশী পিস্তলসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার ভোররাতে র্যাব-১৫ (সিপিসি-১) এর টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল মাদকের চালান বহনের সংবাদ পেয়ে উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমোড়া ওমরখালের উত্তর-পশ্চিম পাশে অবস্থান নেয়। এ সময় অস্ত্রধারী মাদক ব্যবসায়ীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ধাওয়া করে হ্নীলা ঊলুচামরী স্কুল পাড়ার মৃত কালা মিয়ার ছেলে মো. শাহজালাল (১৯), রঙ্গিখালী পূর্ব পাড়ার মৃত নবী হোছনের ছেলে মো. খায়ের (১৯), গাজী পাড়ার সাবের আহমদের ছেলে নুরুল আফসার (২২), উলুচামরী এলাকার নুরুল ইসলামের ছেলে হেলাল উদ্দিন (২৩) এবং আব্দুল হাকিমের ছেলে মো. হেলাল উদ্দিনকে (২৬) আটক করতে সক্ষম হয়। উপস্থিত সাক্ষীদের সামনে তাদের দেহ তল্লাশী করে ৪০ হাজার পিস ইয়াবা, ২টি বিদেশী পিস্তল, ৮ রাউন্ড কার্তুজ ও একটি পালসার মোাটর সাইকেল পাওয়া যায়।
এই বিষয়ে সংশ্লিষ্ট আইনে পৃথক মামলা দায়েরের পর উদ্ধারকৃত অস্ত্র,কার্তুজ ও ইয়াবাসহ আটককৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
Development by: webnewsdesign.com