টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসছে ভারত

বুধবার, ০৩ এপ্রিল ২০২৪ | ৩:৫১ অপরাহ্ণ

টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসছে ভারত
টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসছে ভারত
apps

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৩ এপ্রিল বাংলাদেশ সফরে আসবে ভারতীয় নারী ক্রিকেট দল। ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে এই প্রথম পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিগার সুলতানার নেতৃত্বাধীন দলটি।

বাংলাদেশ নারী ক্রিকেট দল ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে। সিরিজের শেষ ম্যাচ আগামীকাল বৃহস্পতিবার।অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শেষ হওয়ার আগের দিন আজ বুধবার ভারত সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাঁচ ম্যাচ সিরিজের সবকটিই হবে সিলেটে।

প্রায় এক দশক পর সিলেটের মাঠে দিবা-রাত্রির ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি হবে ২৮ এপ্রিল। একই মাঠে পরের ম্যাচ ৩০ তারিখ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার মাঠে পরের দুই ম্যাচ যথাক্রমে ২ ও ৬ মে। শেষ ম্যাচ আবার মূল মাঠে, ৯ মে। মূল মাঠের তিনটি ম্যাচই হবে দিবা-রাত্রির। খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। অন্য দুই ম্যাচ শুরু দুপুর ২টায়। ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ শেষে জুলাই মাসে এশিয়া কাপ খেলতে শ্রীলংকা সফরে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। চলতি বছরের অক্টোবরে বাংলাদেশে অনুষ্ঠিত হবে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসির এই নবম আসরে ১০টি দল অংশ নেবে।

Development by: webnewsdesign.com