ঝিনাইদহের শৈলকুপায় বিদ্রোহী প্রার্থীকে আ’লীগ থেকে বহিষ্কার

রবিবার, ০৩ জানুয়ারি ২০২১ | ৭:০৯ অপরাহ্ণ

ঝিনাইদহের শৈলকুপায় বিদ্রোহী প্রার্থীকে আ’লীগ থেকে বহিষ্কার
apps

ঝিনাইদহের শৈলকুপা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তৈয়বুর রহমান খানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রবিবার (৩ জানুয়ারি) ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি ও সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের খবর জানানো হয়।

তৈয়বুর রহমান খান শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন। এই বিষয়ে নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আছাদুজ্জামান আছাদ।

দলীয় সূত্র জানায়, গত ৩০ ডিসেম্বর পৌরসভা নির্বাচনে মেয়র পদে কাজী আশরাফুল আজমকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়। তৈয়বুর রহমান খান তা উপেক্ষা করে শৈলকুপা পৌর নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দেন। এ কারণে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে দল থেকে তাকে বহিষ্কার করা হয়।

উল্লেখ্য, শৈলকুপা পৌরসভা নিবার্চন দ্বিতীয় ধাপে আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৪ মেয়র প্রার্থী ও ৩৬ সাধারণ কাউন্সিলর প্রার্থী ও ১২ সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থী ভোট যুদ্ধে লড়বেন। এবারেই প্রথম শৈলকুপা পৌরসভায় ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে বলে জানা গেছে।

Development by: webnewsdesign.com