জেএসসি পরীক্ষায় যশোর বোর্ডে ঝরে পড়ল ২৬ হাজার ৫৫১ শিক্ষার্থী

মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯ | ৬:৫৪ অপরাহ্ণ

জেএসসি পরীক্ষায় যশোর বোর্ডে ঝরে পড়ল ২৬ হাজার ৫৫১ শিক্ষার্থী
apps

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় যশোর শিক্ষাবোর্ডে পাসের হার ৯১ দশমিক ০৮ শতাংশ। ২ লাখ ৩৯ হাজার ৫৭৬ জন পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৭৫৫ জন। পরীক্ষায় ফেল করেছে ২৬ হাজার ৫৫১ জন।
মঙ্গলবার দুপুরে প্রেসকাব যশোর মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র।
তিনি জানান, জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে মেয়েরা ৫৫২০ জন এবং ছেলেরা পেয়েছে ৪২৩৫জন। ২০১৮ সালে জিপিএ-৫ পেয়েছিল ৭২৫৬ জন।
যশোর শিক্ষা বোর্ডে ২৮৪২টি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীরা ২৮৩টি সেন্টারে পরীক্ষা দেয়। যশোর শিক্ষা বোর্ডের অধীনে ১০ জেলার মধ্যে সাতক্ষীরা প্রথম, খুলনা দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে বাগেরহাট জেলা।
গতবারের তুলনায় এবার ফলাফল সন্তোষজনক মনে করে শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধবচন্দ্র রুদ্র বলেন, আর্থিকসহ বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ায় ছেলেদের তুলনায় মেয়েদের বেশি ভালো বলে দাবি করা হয়েছে।
ফলাফল ঘোষণার সময় যশোর শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক কেএম রব্বানি, স্কুল পরিদর্শক ডক্টর বিশ্বাস আহমেদ, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

Development by: webnewsdesign.com