চুনারুঘাটে খাবারের খোঁজে লোকালয়ে এসে বিপদে মায়া হরিণ

সোমবার, ২৯ মে ২০২৩ | ৭:৩৯ অপরাহ্ণ

চুনারুঘাটে খাবারের খোঁজে লোকালয়ে এসে বিপদে মায়া হরিণ
চুনারুঘাটে খাবারের খোঁজে লোকালয়ে এসে বিপদে মায়া হরিণ
apps

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় খাদ্য খোঁজে বন থেকে লোকালয়ে এসে জনতার হাতে ধরা পড়েছে একটি মায়া হরিণ গত রোববার দুপুরে উপজেলার পারকুল চা বাগান থেকে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ হরিণটি স্থানীয়দের কাছ থেকে উদ্ধার করে। বন বিভাগ জানায়, রোববার সকালে একটি হরিণ পারকুল চা বাগান এলাকায় চলে এলে লোকজন সেটি আটকে রাখেন। খবর পেয়ে দুপুরে সেখান থেকে উদ্ধার করে হরিণটিকে বন বিভাগের কার্যালয়ে আনা হয়েছে।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ হবিগঞ্জ কার্যালয়ের রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী বাংলানিউজকে জানান, আনুমানিক দুই বছর বয়সী এ পুরুষ হরিণটি জ্বরে আক্রান্ত। এ অবস্থায় হৃদরোগে আক্রান্ত হওয়ার শঙ্কা থাকে। চিকিৎসা দেওয়া হচ্ছে। সুস্থ হলে এটিকে হবিগঞ্জের বনাঞ্চলে ছেড়ে দেওয়া হবে।

তিনি আরও জানান, কিছুদিন আগে রশিদপুর বন বিট এলাকার হাতিমারা চা বাগানে আগুন দেওয়া হয়। ধারণা করা হচ্ছে, আবাসস্থল ও খাবার না পেয়ে হরিণটি সেখান থেকে লোকালয়ে এসেছে।

Development by: webnewsdesign.com