চট্টগ্রামে মোটরসাইকেলে করে ৯১ লাখ টাকার ইয়াবা পাচার করার সময় ইকবাল হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নগরীর কর্ণফুলী থানাধীন শিকলবাহা ক্রসিং এর ওয়াই জংশনের পাশে চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইকবাল চট্টগ্রামের জোরারগঞ্জ থানাধীন গোপীনাথপুর এলাকার শফিউল আলমের ছেলে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোটরসাইকেলের তেলের ট্যাংকির উপর কাভারের ভেতর সুকৌশলে লুকানো অবস্থায় ১৮ হাজার ২০০ ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি বলেন, গ্রেপ্তার ইকবাল দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের কাছে বিক্রয় করে আসছে।
জব্দ করা ১৮ হাজার ২০০ ইয়াবার দাম প্রায় ৯১ লাখ টাকা ও জব্দকৃত মোটরসাইকেলের দাম দুই লাখ টাকা।
Development by: webnewsdesign.com