চট্টগ্রামে পুলিশের হাতে ভূয়া এনএসআই সদস্য গ্রেফতার

বৃহস্পতিবার, ০২ ডিসেম্বর ২০২১ | ২:০১ অপরাহ্ণ

চট্টগ্রামে পুলিশের হাতে ভূয়া এনএসআই সদস্য গ্রেফতার
apps

চট্টগ্রাম নগরীর খুলশী থানা পুলিশের হাতে ধরা পড়েছে ভূয়া এক জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সদস্য। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে এনএসআই’র দুটি ভুয়া পরিচয়পত্র, ভিজিটিং কার্ড ও ওয়াকিটকি। মঙ্গলবার (৩০ নভেম্বর) রাতে প্রতারণার শিকার হওয়া এক ব্যক্তির অভিযোগের সূত্র ধরে নগরীর খুলশী এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।তথ্যটি নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুজ্জামান। তিনি বলেন, গ্রেফতার হওয়ার প্রতারকের নাম আহসান রাবিব।

ওসি বলেন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) পরিচয়ে চাকরি দেওয়ার নামে দুই ব্যক্তির কাছ থেকে প্রতারণার মাধ্যমে ২ লাখ ৭০ হাজার টাকা অর্থআত্মসাৎ করেছে রাব্বি। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদেও সে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান ওসি।

Development by: webnewsdesign.com