বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা বলেছেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল জনগণের অর্থে পরিচালিত। চট্টগ্রামে এবার জনগণের অর্থে প্রতিষ্ঠা হতে চলেছে ক্যান্সার চিকিৎসা ও গবেষণা ইনস্টিটিউট। জনগণের টাকায় জনগণের ক্যান্সার হাসপাতাল গড়ে তোলার কাজ চলছে। এটি প্রতিষ্ঠা হলে চট্টগ্রামবাসীকে আর ঢাকা কিংবা বিদেশে ক্যান্সার চিকিৎসার জন্য যেতে হবে না।
আজ রবিবার দুপুরে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের মেডিকেল অনকোলজি ও রেডিওথেরাপি বিভাগের উদ্যোগে বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দৈনিক আজাদী সম্পাদক ও ক্যান্সার ইনস্টিটিউট বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান এম এ মালেক। মা ও শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট প্রফেসর এম এ তাহের খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন দৈনিক আজাদীর চিফ রিপোর্টার হাসান আকবর।
অনুষ্ঠানে ক্যান্সারের উপর মূল বক্তব্য উপস্থাপন করেন অনকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. শেফাতুজ্জাহান। বক্তব্য রাখেন নির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট (ডোনার) এস এম মোরশেদ হোসেন, ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদ, ট্রেজারার অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ, অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ সাগির, সদস্য খায়েজ আহম্মেদ ভূঁইয়া, ডা. ফজল করিম বাবুল, এ এস এম জাফর, চমাশিহা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর এএসএম মোস্তাক আহমেদ, হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ নূরুল হক, ভাইস প্রিন্সিপাল প্রফেসর অসীম কুমার বড়ুয়া, জেনারেল সার্জারি বিভাগের প্রধান প্রফেসর খন্দকার বোরহান উদ্দিন, এনেসথেসিওলজি বিভাগের প্রধান প্রফেসর অলক নন্দী, ইএনটি বিভাগের প্রধান প্রফেসর আবদুল কাইয়ুম, কার্ডিওলজি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. আবু তারেক ইকবাল, মেডিসিন বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. রজত শংকর রায় বিশ্বাস, হেমাটোলজি বিভাগের প্রধান ডা. সামিরা তৌফিক রেশমা, চট্টগ্রাম উইমেন চেম্বারের প্রতিষ্ঠাতা পরিচালক সৈয়দা জিনাত আরা নিপুন, পরিচালক ফাতেমা ইসলাম লিজা, উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন, উপ-পরিচালক (মেডিকেল অ্যাফেয়ার্স) ডা. একেএম আশরাফুল করিম। সঞ্চালনা করেন অনকোলজি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. নুজহাত শারমিন রুহি।
অনুষ্ঠানে চট্টগ্রাম উইমেন চেম্বারের পরিচালক ফাতেমা ইসলাম লিজা ক্যান্সার হাসপাতালের জন্য ১৪ লাখ টাকার একটি চেক ক্যান্সার হাসপাতাল বাস্তবায়ন কমিটির কাছে হস্তান্তর করেন।
প্রধান অতিথি এম এ মালেক বলেছেন, ক্যান্সার চিকিৎসায় সর্বাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত একটি হাসপাতাল প্রতিষ্ঠার কাজ চলছে। চট্টগ্রামের মানুষের জন্যই এই হাসপাতাল। চট্টগ্রামের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এই হাসপাতাল প্রতিষ্ঠার কাজ এগিয়ে যাবে। তাই আমরা মনে করি, এই ক্যান্সার ইনস্টিটিউটের জন্য সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসা উচিত। ইতোমধ্যে অনেক মানুষ অর্থ দিয়েছেন। এ অর্থ দিয়ে হাসপাতাল নির্মাণের কার্যক্রম এগিয়ে চলছে। আশা করব, সবার সহযোগিতা অব্যাহত থাকবে।
Development by: webnewsdesign.com