কৃষক হত্যায় ২ আসামির যাবজ্জীবন

বুধবার, ২৯ জানুয়ারি ২০২০ | ২:১২ অপরাহ্ণ

কৃষক হত্যায় ২ আসামির যাবজ্জীবন
apps

কিশোরগঞ্জে করিমগঞ্জ থানায় কৃষক ছফির উদ্দিন হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে দুই লাখ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে।

এ ছাড়া মামলায় অপর চার আসামিকে এক বছর করে কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার সকালে কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবদুর রহিম আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন- করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের হালঘড়া গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে মো. হানিফ মিয়া তার সহোদর মো. মানিক মিয়া।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১০ সালের ১০ জুন সকালে একটি গাছ কাটাকে কেন্দ্র করে হাফিজ উদ্দিনের সঙ্গে দ্বন্দ্ব হয় কৃষক ছফির উদ্দিনের। এ সময় হাফিজ উদ্দিনের নেতৃত্বে তার দুই ছেলে মো. হানিফ মিয়া ও মো. মানিক মিয়া শাবল দিয়ে ছফির উদ্দিনের মাথায় আঘাত করে। এতে ছফির উদ্দিন গুরুতর আহত হন।

তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতাল নেয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার দিনই ছফির উদ্দিনের ছোটভাই আব্দুল হেলিম সাতজনকে আসামি করে করিমগঞ্জ থানায় একটি হত্যা মামলা রুজু করেন।

তদন্ত শেষে ২০১২ সালে আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

Development by: webnewsdesign.com