কৃষককে তুলে নিয়ে পিটিয়ে হত্যা

সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২০ | ৪:১৬ অপরাহ্ণ

কৃষককে তুলে নিয়ে পিটিয়ে হত্যা
apps

কক্সবাজারে চকরিয়া উপজেলায় সবজি ক্ষেত পাহারা দেয়ার সময় তুলে নিয়ে গিয়ে শাহাব উদ্দিন (২৫) নামে এক কৃষককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আরও দুই কৃষক আহত হয়েছেন।

গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের শান্তিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শাহাব উদ্দিন উপজেলার দক্ষিণ কাকারার শাহ আলমের ছেলে।

চকরিয়া থানার ওসি (তদন্ত) একেএম শফিকুল আলম চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, দিবাগত রাত ৩টার দিকে সুরাজপুর-মানিকপুর ইউনিয়নে বন্যহাতির কবল থেকে সবজি ক্ষেত পাহারা দেয়ার সময় একদল দুর্বৃত্ত পার্শ্ববর্তী দক্ষিণ কাকারা এলাকার শাহাব উদ্দিন, মিনহাজ (২৭) ও আবদুল মান্নানকে (৪৮) ধরে নিয়ে যায়।

এর পর সুরাজপুরের শান্তিনগর তামাক ক্ষেতে নিয়ে দড়ি দিয়ে বেঁধে রাখে। দুর্বৃত্তের মারধরের একপর্যায়ে শাহাব উদ্দিন ঘটনাস্থলে মারা যান।

এর পর দুর্বৃত্তরা পালিয়ে যায়। কান্নার শব্দ পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে আহত মিনহাজ ও আবুল মান্নানকে স্থানীয় হাসপাতালে ভর্তি করে।

সোমবার সকালে চকরিয়া থানার পুলিশ শাহাব উদ্দিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ ব্যাপারে এখনও কেউ গ্রেফতার হয়নি। তবে পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

Development by: webnewsdesign.com