কুমিল্লা হোমনায় প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

মঙ্গলবার, ০১ ডিসেম্বর ২০২০ | ১:৪৬ অপরাহ্ণ

কুমিল্লা হোমনায় প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
apps

কুমিল্লার হোমনায় প্রনোদনা কর্মসূচির আওতায় স্থানীয় কৃষক-কৃষানীদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্পাসারণ অধিদপ্তরের উদ্যোগে সোমবার (৩০ নভেম্বর) উপজেলা পরিষদের সামনের মাঠে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে এর সভাপতিত্বে উপজেলা চেয়াম্যান রেহানা বেগম, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূইয়া, ভাইস চেয়ারম্যান মহাসীন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার, উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মো. মোতাহার হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুর রসুল, উপ-সহকারী কুষি কর্মকর্তা মো. হুমায়ন কবির প্রমূখ উপস্থিত ছিলেন।

জানা গেছে,প্রাকৃতিক দূর্যোগের কারণে ক্ষয়-ক্ষতি পুষিয়ে নিতে ও গ্রীস্মকালীন উৎপাদন বৃদ্ধির লক্ষে ১১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে প্রত্যেককে ১ কেজি সরিষার বীজ,ডিএপি ১০ কেজি ও এমওপি ১০ কেজি রাসায়নিক সার বিতরণ করা হয় এবং পর্যায়ক্রমে গম, মসুর,মরিচ, ভূট্রা, চিনাবাদাম,সূর্যমুখী, পেয়াজঁ প্রভৃতি ফসলের বীজ বিতরণ অব্যহত থাকবে।

Development by: webnewsdesign.com