কুমিল্লা দেবিদ্বারে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ

বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি ২০২১ | ৪:৪৭ অপরাহ্ণ

কুমিল্লা দেবিদ্বারে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ
apps

কুমিল্লা দেবীদ্বার উপজেলার মাশিকাড়া গ্রামের বিশিষ্ট ঠিকাদার ব্যবসায়ি দানবীর আলহাজ্ব মোসলেম ভূঁইয়ার উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারো শীতার্থ মানুষের মধ্যে শীত কম্বল বিতরণ করেছেন।

বুধবার (২৭ জানুয়ারি) সকালে উপজেলার ১০নং গুনাইঘর ইউনিয়নের রাম্পুর গ্রামের ভূঁইয়া বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক গরিব শীতার্থদের মধ্যে ওই শীত কম্বল বিতরণ করেন।

কণকণে শীতের মওসুমে জুবু-থুবু খাওয়া মানুষগুলো শীত কম্বল পেয়ে খুবই আনন্দীত হয়েছেন। মাশিকাড়া গ্রামের ফকির পাড়ার ৭৫ বছর বয়সী করফুলের নেছা বলেন, আমাদের দানবীর মোসলেম গত বছর আমাকে একটা কম্বল দিছিল, নাতীনের বিয়ের সময় ওই কম্বলটা দিয়াদিছি। এবার শীত বেশি পড়ায় ভাবছি মোসলেম যদি আমারে আর একটি কম্বল দিত তাহইলে শীতটা কাটাইতে পারতাম। আজ কম্বল পেয়েছি, আমার আর কিছু লাগবেনা।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, মাশিকাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোক্তল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো. সফিকুল ইসলাম, মাশিকাড়া উচ্চবিদ্যালয় পরিচালনা পর্ষদ’র সদস্য মো. মিজানুর রহমান, অব: সেনা সদস্য মো. জাহাঙ্গীর আলম, অনলাইন টিভি দেবীদ্বার নাগরিক টেলিকাষ্ট’র মো. সাঈদুজ্জামান ভূঁইয়া টিটু প্রমূখ।

Development by: webnewsdesign.com