কুমিল্লার চৌদ্দগ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ২৫

মঙ্গলবার, ০৬ জুন ২০২৩ | ২:১৯ অপরাহ্ণ

কুমিল্লার চৌদ্দগ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ২৫
কুমিল্লার চৌদ্দগ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ২৫
apps

কুমিল্লার চৌদ্দগ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ এখনও চলছে। এতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বন্ধ রয়েছে। সংঘর্ষে ২৫ জন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছেন। গাড়িতে ছিনতাইয়ের অভিযোগও উঠেছে।

সংঘর্ষে আহতের তথ্য নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা গোলাম কিবরিয়া। তিনি বলেন, আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। অনেকে চিকিৎসা নিয়ে চলে গেছেন। গুরুতর আহত একজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে যান চলাচল ধীর গতিতে চলছে। যানজটে আটকা পড়েছে অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, যাত্রীবাহী গাড়িসহ অন্যান্য যানবাহন। দুর্ভোগে পড়েছে নারী শিশুসহ হাজারো যাত্রী। চৌদ্দগ্রাম বাজারের মহাসড়কে ককটেল বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা গেছে। সেখানেও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, এখনও মহাসড়কে লাঠি হাতে দাঁড়িয়ে আছে অর্ধশত লোকের দুইটি দল। প্রত্যেকের হাতে লাঠিসহ দেশীয় অস্ত্র। আইন শৃঙ্খলা বাহিনীর তেমন তৎপরতা দেখা যায়নি। সূত্র জানায়, মঙ্গলবার স্থানীয় সংসদ সদস্য মুজিবুল হক ও তার বিদ্রোহী গ্রুপ (চৌদ্দগ্রামের সাবেক মেয়র মিজানুর রহমান গ্রুপ) শো-ডাউনের আয়োজন করে। উপজেলা সদরে শো-ডাউন যেন না করতে পারে সেটা কেন্দ্র করেই সংঘর্ষ বাধে।

হেলাল ফকির নামে একজন লরিচালক বলেন, মহাসড়কে অবস্থান করা ব্যক্তিরা রাম দা দেখিয়ে বিভিন্ন গাড়িতে ছিনতাই করেছে। মিয়া বাজার হাইওয়ে পুলিশের ইনচার্জ লোকমান হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টায় আছে পুলিশ। তিনি বলেন, আমরা কাজ করছি।

Development by: webnewsdesign.com