কালিয়াকৈরে স্বাস্থ্যবিধি না মেনেই ফ্রি মেডিকেল ক্যাম্পের আলোচনা সভা অনুষ্ঠিত

রবিবার, ০৪ অক্টোবর ২০২০ | ১:৫১ অপরাহ্ণ

কালিয়াকৈরে স্বাস্থ্যবিধি না মেনেই ফ্রি মেডিকেল ক্যাম্পের আলোচনা সভা অনুষ্ঠিত
apps

দেশের বর্তমান করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা থাকলেও গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির লিঃ এর উদ্যোগে ও খাজা বদরুদদোজা মর্ডান হাসপাতালের সৌজন্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ষাণ্মিসিক আলোচনা সভায় স্বাস্থ্যবিধি না মানার অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, শনিবার (৩ অক্টোবর) সকালে চন্দ্রা জে বি এ টাওয়ার মার্কেট প্রাঙ্গনে ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে রক্ত পরীক্ষা, ডায়বেটিস পরীক্ষাসহ বিভিন্ন পরীক্ষা করা হয়। এসময় উপস্থিত ছিলেন চন্দ্রা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি বজলুর রহমান, খাজা বদরুদদোজা মর্ডান হাসপাতালের চেয়ারম্যান ডঃ বখতিয়ার আহমেদ, গাইনী ডঃমাহমুদা খাতুন, ডঃ সিরাজসহ এলাকার আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ। কিন্তু এসময় নূন্যতম দূরত্ব ও মুখে মাস্ক ব্যবহার করতে দেখা যায় নি। এমন পরিস্থিতিতে ভাবিয়ে তুলছে সচেতন মহলকে।

জাকির নামে স্থানীয় এক ব্যক্তি বলেন, স্বাস্থ্যবিধি না মেনে মেডিকেল ক্যাম্প করার নামে এভাবে জনসমাগম করা মোটেই ঠিক হয় নি, এতে সাধারন মানুষকে হুমকির মুখে ফেলা হয়েছে। হাসপাতালের মালিক ডাক্তার নার্সদের উপস্থিতিতে এমন পরিবেশ মোটেই কাম্য নয়।

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রবীর কুমার সরকার বলেন, ফ্রী মেডিকেল ক্যাম্পেইনের বিষয়ে আমাকে কিছু জানানো হয়নি। স্বাস্থ্য বিধি না মেনে এমন কিছু করা হলে তাদের বিরুদ্ধে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

Development by: webnewsdesign.com