কাজিপুরে স্বাস্থ্য কমপ্লেক্স এ অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত

শনিবার, ০৩ জুন ২০২৩ | ৬:৩৭ অপরাহ্ণ

কাজিপুরে স্বাস্থ্য কমপ্লেক্স এ অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত
কাজিপুরে স্বাস্থ্য কমপ্লেক্স এ অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত
apps

অগ্নিকাণ্ড ও যে কোন দুর্ঘটনা থেকে সাধারণ মানুষের যানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় আগুন নেভানোর কৌশল, হতাহতদের উদ্ধার ও তাৎক্ষণিক করণীয় বিষয়ে কাজিপুরে স‌চেতনতামূলক অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে কাজিপুর ফায়ার সার্ভিস সি‌ভিল ডি‌ফে‌ন্সের আয়োজনে উপজেলা স্বাস্থ‌্য কম‌প্লেক্স চত্বরে কাজিপুর ফায়ার সা‌র্ভিস ও সি‌ভিল ডি‌ফে‌ন্সের ইনচার্জ রফিকুল ইসলামের নেতৃ‌ত্বে ও লিডার আলমগীর হোসেনের পরিচালনায় মহড়া টি অনুষ্ঠিত হয়।এ সময় এ‌ক্সটিং গুইশার ব‌্যবহার, বিদ‌্যুৎ লাই‌ন নিরাপদ রাখা,গ্যাস সিলিন্ডার দুর্ঘটনা প্রতিরোধে করনীয়, ফায়ার সে‌প্টি প্লান বিষয় পরামর্শ দেন স্টেশন ইনচার্জ রফিকুল ইসলাম।

এ সময় উপজেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সের স্বাস্থ্য ও পঃপঃকর্মকর্তা ডা: মোমেনা পারভীন পারুল, আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার জাকারিয়া খান আরিফসহ হাসপাতা‌লের বিভিন্ন কর্মকর্তা, চিকিৎসা নি‌তে আসা নানা শ্রেণী পেশার মানুষ ও ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ইনচার্জ রফিকুল ইসলাম জানান, “বাসাবাড়িসহ বিভিন্ন জায়গায় অগ্নি সংযোগ ঘটলে ভুক্তভোগী ও এলাকাবাসীরা যেন খুব সহজেই আগুন নিভাতে পারেন সেই লক্ষ্যে প্রতি সপ্তাহের শনিবার মহড়া ও গণসংযোগের এটি একটি চলমান প্রক্রিয়া”।এর উপজেলার ছালাভরা গ্রামে আজাহার আলীর পুত্র রেজাউল করিম এর গরু জলাশয়ে কাঁদায় পড়ে গেলে,খবর পেয়ে কাজিপুর ফায়ার সার্ভিসের কর্মীরা গরুটিকে জীবিত অবস্থায় উদ্ধার করে মালিকের কাছে পৌঁছে দেয়।

Development by: webnewsdesign.com