কাজিপুরে সরকারি মনসুর আলী কলেজে ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপন

বুধবার, ০৮ মার্চ ২০২৩ | ১:২৪ অপরাহ্ণ

কাজিপুরে সরকারি মনসুর আলী কলেজে ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপন
কাজিপুরে সরকারি মনসুর আলী কলেজে ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপন
apps

সিরাজগঞ্জের কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপন করে কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ। ৭ ই মার্চ সকালে এ দিবস উপলক্ষে অত্র কলেজ প্রাঙ্গণে বিএনসিসি কর্তৃক প্যারেটের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলণ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শুরু হয় দিনের কর্মসূচী। এরপর ৭ ই মার্চের ভাষণের প্রেক্ষাপট উপলক্ষে কলেজ চত্বরে দিবস উপলক্ষ্যে আলোচনা সভা,শেখ রাসেল দেয়ালিকা লিখন, পুরস্কার বিতরণী ও কুইজ প্রতিযোগিতা, রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ৭ই মার্চের ভাষণের প্রেক্ষাপট ও চেতনা, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, স্বাধীনতার ও এ দিবসের ওপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, প্রধান অতিথি অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর প্রভাত চন্দ্র বিশ্বাস।তিনি বলেন,

মুক্তিযুদ্ধের মহানায়ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ শুধু বাঙালি নয়, সারাবিশ্বের স্বাধীনতাকামী নিপীড়িত মানুষের অনুপ্রেরণার উৎস হিসাবে পরিণত হয়েছে। ৭ ই মার্চের ভাষণ বাঙালির জাতীয় জীবনের জন্য অন্যরকম এক তাৎপর্য বহন করছে।। বিশ্ব ঐতিহ্যের অংশ বঙ্গবন্ধুর এ ভাষণ আমাদের সব সংকট-দুর্বিপাকে বার বার এসেছে আলোর দিশারী হয়ে; এসেছে প্রেরণাদায়ী শক্তি হয়ে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র কলেজ এর উপাধ্যক্ষ মোঃ রেজাউল করিম। শিক্ষক পরিষদের সম্পাদক ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সহকারি অধ্যাপক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাণি বিদ্যা বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মুহাম্মদ আবদুর রহিম, হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মাহসুদুল হাসান মাজেদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. আব্দুর রহমান, রাস্ট্র বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জাহাঙ্গীর আলম, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক আতাউর রহমান,ব্যবস্থাপনা বিভাগের প্রধান সহকারী অধ্যাপক মাহবুবুল আলম। এ সময় উপস্থিত ছিলেন রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আব্দুল মতিন,পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক আল আমিন, শিবু চন্দ্র অধিকারীসহ আরও অনেকে।কুইজ প্রতিযোগীতা,রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথি বৃন্দ।
অনুষ্ঠান টি পরিচালনা করেন ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক আনিসুর রহমান।

এ ছাড়া ও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের প্রভাষকসহঅন্যান্য কর্মকর্তাবৃন্দ । এছাড়াও দিবস উপলক্ষে কলেজ মসজিদে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনায় জহরের নামাজ শেষে বিশেষ দোয়া করা হয়।

Development by: webnewsdesign.com