এসআই রাজ্জাক হত্যা মামলায় যাবজ্জীবন ৭ জনের 

বুধবার, ২৯ জানুয়ারি ২০২০ | ৪:১৩ অপরাহ্ণ

এসআই রাজ্জাক হত্যা মামলায় যাবজ্জীবন ৭ জনের 
apps

রাজবাড়ীর পাংশায় পুলিশের এসআই আব্দুর রাজ্জাক হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজবাড়ীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাসুদ করিম এ রায় দেন। এ সময় মামলার অপর ৯ আসামিকে খালাস দেয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- রবিউল ইসলাম জিরুল, আকমল শেখ, কুদ্দুস, বুলু, জালালউদ্দিন, ডালিম ও তপন। এরা সবাই বর্তমান কালুখালী উপজেলার মৃগীসহ আশপাশের এলাকার বাসিন্দা।

আদালত সূত্রে জানা গেছে, ২০১১ সালের ১১ নভেম্বর পাংশা থানায় এসআই আব্দুর রাজ্জাক হত্যার ঘটনায় ১৬ জনকে আসামি করে হত্যা মামলা করেন নিহতের স্ত্রী রোকেয়া রাজ্জাক।

এসআই আব্দুর রাজ্জাকের ভাতিজা ডা. গোলাম নবী বলেন, মামলার ১৬ জন আসামির মধ্যে ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ রায়ে আমরা সন্তুষ্ট না। কারণ এ মামলায় যারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে তার মধ্যে থেকে তিন আসামি খালাস পেয়েছে। আমরা উচ্চ আদালতে যাব।

Development by: webnewsdesign.com