ইসলামী গান ও কবিতায় মুজাহিদুল ইসলাম বুলবুল এর দুই যুগ

শনিবার, ২৯ জানুয়ারি ২০২২ | ১১:৩৬ পূর্বাহ্ণ

ইসলামী গান ও কবিতায় মুজাহিদুল ইসলাম বুলবুল এর দুই যুগ
apps

খুব ছোট বেলা থেকেই তাঁর সাহিত্য-সংস্কৃতির প্রতি নেশা ছিলো প্রবল। কিশোর বয়সে, ১৯৯৭ সালে ‘আমরা বিজয়ী’ নামে ছোট একটি সাহিত্য পত্রিকা সম্পাদনার মাধ্যমে যাত্রা শুরু হয়েছিলো। গজল গাওয়া শুরু হয় ১৯৯৮ সালে ‘কামলিওয়ালা’ শিরোনামে অডিও অ্যালবাম প্রকাশের মাধ্যমে। এরপর দেশের অন্যতম প্রধান অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেকের ব্যানারে একে একে রিলিজ হয় ‘ধ্যানের ঠিকানা’ ‘গুলশান’ ‘ফরিয়াদ’ ‘মুসাফির’ ‘মুক্তির দিশারী’সহ বেশ কিছু অ্যালবাম।

বলছিলাম কবি মুজাহিদুল ইসলাম বুলবুলের কথা। যিনি মুজাহিদ বুলবুল নামেই তাঁর ভক্তদের কাছে অধিক পরিচিত। দীর্ঘ ২ যুগের বর্ণাঢ্য ক্যারিয়ারে বুলবুল উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় ইসলামী গজল। তার মধ্যে ‘আসুক না যত বাধা’ গজলটি এতটাই জনপ্রিয়তা লাভ করে যে, দেশের প্রত্যন্ত অঞ্চলে গজলটি মানুষের মুখে মুখে শোনা যায়। শোনা যায় অনেক জনপ্রিয় ইসলামী বক্তার কণ্ঠেও। এ ছাড়াও ‘যদি জিহাদ মাঠে মা গো মৃত্যুও হয়’ ‘এই দুর্দিনে খোদা রক্ষা করো’ ‘ও আমার বাংলাদেশ’সহ আরও অসংখ্য গজল মানুষের মন জয় করতে সক্ষম হয়। তার প্রকাশিত অডিও অ্যালবামের সংখ্যা ২৬ টি।

শুরুটা ছিলো কবিতা দিয়ে। প্রকাশিত কবিতাগ্রন্থের মধ্যে ‘লাল পাহাড়ের নীল কবিতা’ ‘পাখি আর হাওরের প্রেম’ অন্যতম।

২০১০ সালে ইংল্যান্ডে পাড়ি দিলে বুলবুল লন্ডন থেকে প্রচারিত চ্যানেল আই ইউরোপে শুরু করেন দেড় ঘন্টা ব্যাপী ইসলামী গজলের সাপ্তাহিক ফনোলাইভ অনুষ্ঠান ‘মাদিনার সুর’। অনুষ্ঠানটি দেশে ফেরার আগ পর্যন্ত দীর্ঘ প্রায় ৫ বছর ধারাবাহিকভাবে প্রচারিত হয়। ২০১৫ সালে দেশে ফেরার পর একুশে টিভির ইসলামী গজলের রিয়েলিটি শো ‘ভয়েজ অব ইসলামে’ গ্রোমার হিসেবেও কাজ করেন।

২০১৮ সালে সংযুক্ত আরব আমিরাতের শারজা, আবুধাবি, আজমানসহ বিভিন্ন স্টেটে লাইভ অনুষ্ঠানে পারফর্ম করেন। এ ছাড়াও গজল নিয়ে ভারত সফর করেছেন একাধিকবার। সফর করেছেন সৌদি আরবেও।

বর্তমানে দেশের আনাচে কানাচে ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যার ব্যাপক আয়োজন চোখে পড়ে। যে কজন শিল্পীর নিরলস প্রচেষ্টায় ইসলামী গজল আজ দেশের পাড়ায় পাড়ায় গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়েছে, নিঃসন্দেহে বুলবুল তাঁদের অন্যতম একজন।

মুজাহিদুল ইসলাম বুলবুল ১৯৮৪ সালের ১লা জানুয়ারি মৌলভীবাজার সদর উপজেলার সাধুহাটি গ্রামে জন্মগ্রহণ করেন। বাবার নাম মাওলানা আব্দুস সুবহান জিহাদী, মা শামসুন নাহার খানম। সাংস্কৃতিক অঙ্গনে বুলবুলের দুই যুগ পূর্তিতে তাঁর জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।

 

Development by: webnewsdesign.com