ইবিতে বই ও উদ্ভাবনী মেলা শুরু

শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২০ | ৭:১২ অপরাহ্ণ

ইবিতে বই ও উদ্ভাবনী মেলা শুরু
apps

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তিনদিন ব্যাপি বই ও প্রযুক্তি উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। শুক্রবার (২১ফেব্রুয়ারি) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের বাংলা মঞ্চের সামনে আনুষ্ঠানিক ভাবে এ মেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী।

এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা। এছাড়াও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ, প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. সাইদুর রহমানসহ বিবিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন। পরে উপাচার্যের নেতৃত্বে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন তারা।

এরপর বাংলা মঞ্চে দুপুর ১২টায় ভাষার মাসের অনুভূতি ব্যক্ত করে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. সাইদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ আসকারী, উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহীনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ।

এছাড়াও মেলা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মাহবুবর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ, প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকেরা বক্তব্য রাখেন।

Development by: webnewsdesign.com