ইনজুরির কারনে টেস্ট থেকে ছিটকে গেলেন মিরাজ

সোমবার, ২৫ এপ্রিল ২০২২ | ১১:০৮ অপরাহ্ণ

ইনজুরির কারনে টেস্ট থেকে ছিটকে গেলেন মিরাজ
apps

আশঙ্কাটাই সত্যি হলো। শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে অনুষ্ঠিতব্য দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ থেকে ছিটকে গেছেন ইনজুরি আক্রান্ত অল-রাউন্ডার মেহেদি হাসান মিরাজ। এমনকী মিরপুর শেরে বাংলায় অনুষ্ঠিতব্য সিরিজের দ্বিতীয় টেস্টেও তিনি অনিশ্চিত। আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের অন্যতম নির্বাচক হাবিবুল বাশার সুমন।

চলতি ঢাকা প্রিমিয়ার লিগে খেলতে গিয়ে গতকাল আঙুলে চোট পান মিরাজ। তার ডান হাতের কনিষ্ঠ আঙুলে চিড়ও ধরা পড়েছে। আপাতত তাকে দুই সপ্তাহের বিশ্রাম দেওয়া হয়েছে। মিরাজের খেলার সম্ভাবন নিয়ে হাবিবুল বলেছেন, ‘চট্টগ্রাম টেস্টে তো অবশ্যই খেলবে না, ঢাকা টেস্টেও তার খেলা নিয়ে অনিশ্চয়তা আছে। সবকিছু নির্ভর করছে তার সুস্থ হয়ে ওঠার ওপর। ‘

গত কয়েকমাস ধরেই দারুণ ছন্দে ছিলেন মিরাজ। বিশেষ করে ব্যাট হাতে। গতকাল রবিবার বিকেএসপির ৪ নম্বর মাঠে প্রাইম ব্যাংকের ইনিংসের ১৮তম ওভারে চোট পান শেখ জামালের মিরাজ। তামিম ইকবালের সহজ ক্যাচ নিতে গিয়ে এই বিপত্তি। তিনি আঙুল চেপে ধরে মাঠ ছাড়েন। এরপর হাসপাতালে নিয়ে এক্সরে করে ডান হতের কনিষ্ঠ আঙুলে চিড় ধরা পড়ে।

Development by: webnewsdesign.com