ইউনিসেফ কর্মকর্তাদের কাজিপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০ | ৬:৫৯ অপরাহ্ণ

ইউনিসেফ কর্মকর্তাদের কাজিপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন
apps

সিরাজগঞ্জের কাজিপুরে স্বাস্থ্য কমপ্লেক্স এবং হ্যান্ড ওয়াশিং প্রকল্প পরিদর্শন করেছেন ইউনিসেফ এর কর্মকর্তাবৃন্দ। সোমবার (২৩ নভেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোর এ শিশু ওয়ার্ডে অপুষ্টিজনিত কারনে ওজনে কম হওয়া শিশুদের পরিদর্শন এবং হ্যান্ড ওয়াশিং প্রকল্পের আওতাভূক্ত কাজিপুরের নাটুয়ারপাড়া ইউনিয়ন ও তেকানী ইউনিয়নের প্রকল্প কর্মকান্ডের অগ্রগতি পরিদর্শন, পর্যবেক্ষণ ও মনিটরিং করেছেন।

শিশু ওয়ার্ড পরিদর্শন কালে অপুষ্টিজনিত কারনে ওজন কম হওয়া শিশুদের ১০ দিন পর্যন্ত ভর্তি থেকে যাবতীয় সেবা গ্রহণ সেই সাথে সকল সুযোগ সুবিধা নিশ্চিত করার পরামর্শ দেন। তারা প্রকল্পের সার্বিক কর্মকান্ডের অগ্রগতি সন্তোষজনক উল্লেখ করেন।

পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, ইউনিসেফ রংপুর ও রাজশাহী বিভাগের মুখ্য কর্মকর্তা নাজিবুল্লাহ হামিম, ওয়াশ বিশেষজ্ঞ মোস্তফা নিয়াং, পুষ্টি কর্মকর্তা এস,কে শহিদুল হাসান, ওয়াশ অফিসার রুহুল আমিন প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ মোমেনা পারভীন পারুল, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আমিনুর রহমানসহ আরো অনেকে।

Development by: webnewsdesign.com