আ’লীগের উন্নয়ন জনমানুষের কাছে তুলে ধরুণ, নির্বাচনের জন্য প্রস্তুতি নিন: আ.স.ম. ফিরোজ

রবিবার, ১৩ মার্চ ২০২২ | ৩:১১ অপরাহ্ণ

আ’লীগের উন্নয়ন জনমানুষের কাছে তুলে ধরুণ, নির্বাচনের জন্য প্রস্তুতি নিন: আ.স.ম. ফিরোজ
apps

জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি সাবেক চীফ হুইপ আ.স.ম. ফিরোজ বলেছেন, আওয়ামী লীগের উন্নয়ন জনমানুষের কাছে তুলে ধরুণ। আগামি জাতীয় নির্বাচন ঘনিয়ে আসছে। নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই দেশি-বিদেশি ষরযন্ত্র শুরু হয়েছে। সকল অপশক্তির বিরুদ্ধে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে। কোনভাবেই অপশক্তির কাছে মাথা নত করা যাবেনা। ৭ মার্চ বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষনে বলেছিলেন, “বাঙালিকে দাবিয়ে রাখতে পারবা না” তাঁরই আদর্শে লালিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে মহামারি করোনা মোকাবেলা করেছেন। করোনার মধ্যেও বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন বিশ্বের কাছে একটি মাইলফলক। করোনা কিংবা যুদ্ধের মধ্যেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং যাবে। আ.স.ম. ফিরোজ বলেন, বাউফল উপজেলা আওয়ামী লীগের একটি চক্র কালো টাকা ছড়িয়ে কর্মীদের মধ্যে অনৈক্যের সৃষ্টি করতে মরিয়া হয়ে উঠেছে। তাদের সাথে বিএনপি-জামায়াতের সুসম্পর্ক রয়েছে। তৃণমূল পর্যায়ে তিল তিল করে গড়ে তোলা আওয়ামী লীগের সাংগঠনিক ভীত ভাঙ্গার চেষ্টা করা হচ্ছে। কেউ কেউ যথাযথ সম্মান পেয়েওে দলের মধ্যে প্রতিহিংসা ছড়িয়ে দেয়ার চেষ্টা করছে। এবিষয়ে প্রত্যেক নেতাকর্মীকে সজাগ থাকতে হবে। মনে রাখতে হবে বঙ্গবন্ধুর আদর্শের কোন নেতাকর্মীই লোভে পড়ে কারো কাছে মাথা নত করেন না।

আজ রবিবার বেলা সারে ১০ টার দিকে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় জনতা ভবনে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোসারেফ হোসেন খানের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের প্রয়াত নেতাকর্মীদের উদ্দেশ্যে আয়োজিত স্বরণসভা ও মাগফিরাত কামণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আ.স.ম. ফিরোজ ওই মন্তব্য করেন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাউফল পৌর আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম ফারুক, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম খান, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক সভাপতি সামসুল আলম মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক আনিচুর রহমান প্রমূখ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপজেলা আওয়ামী লীগের প্রয়াত নেতাকর্মী এবং বঙ্গবন্ধুসহ প্রয়াত জাতীয় নেতাদের আত্মার মাগফিরাত কামণায় দোয়া দিলাদ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন ইউপি চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Development by: webnewsdesign.com