আবিরে রাঙা ইবির আলোড়িত’র ‘র‍্যাগ ডে’

মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২০ | ৮:৫৪ অপরাহ্ণ

আবিরে রাঙা ইবির আলোড়িত’র ‘র‍্যাগ ডে’
apps

 

র‍্যাগ ডে আসলে কি? র‍্যাগ ডে হল বিদায়ের ঘন্টা। স্নাতক (সম্মান) শেষে এই দিনটি পালন করে থাকে শিক্ষার্থীরা। দিনটির মাধ্যমে বিদায়ের ঘন্টা বাজলেও সবাই মেতে উঠে আনন্দ, উচ্ছাস, হৈ-হুল্লোড়ে। কেউ বা আবার সবার থেকে আড়াল হয়ে মুখ লুকিয়ে কাঁদে।

সবার পরনে টি-শার্ট। আবিরে মুখ রঙিন। কেউ রঙ নিয়ে দৌড়াচ্ছে বন্ধুকে মাখাতে। কেউ সেলফি, ছবি তোলা নিয়ে ব্যস্ত। কেউবা আবার প্রেমিকার শাড়ীর আচল ঠিক করে দিচ্ছে। বেদনা ভরা বিদায়েও যেন এক চিমটি আনন্দের অদম্য প্রচেষ্টা।

‘সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না।’ দেখতে দেখতে পড়াশোনা শেষ। এবার বিদায়ের পালা। এইতো সেদিন তারা একসাথে আড্ডা, খুনসুটি, এসাইনমেন্ট নিয়ে দৌড়াদৌড়ি, ক্লাস, পরীক্ষা নিয়ে ব্যস্ত সবাই। হাজারো ব্যস্ততার মধ্যেও আড্ডাটা জমতো বেশ। কোন একদিন কফির কাপে চুমুক দেয়ার সময় হয়তো মনে পড়ে যাবে মান্না দে’র সেই বিখ্যাত গান ‘কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই’। সেদিন কফি খাওয়া হবে ঠিকই কিন্তু আড্ডাটা আর জমে উঠবে না।

ঠিক তেমনি বেদনাভরা দিনে ‘র‍্যাগ ডে’ উপলক্ষে আনন্দ, উচ্ছাস, হৈ-হুল্লোড়ে মেতে উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সংগঠন ‘আলোড়িত ৩০’ এর আয়োজনে সম্মিলিতভাবে এক আনন্দ শোভাযাত্রা বের করে তারা।শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ কেন্দ্রীয় মিলনায়তনের সামনে মিলিত হয়।

পরে বেলা সাড়ে ১১ টার দিকে অনুষদ ভবন সংলগ্ন বটতলে কেক কাটা হয়। এসময় উপস্থিত ছিলেন ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. সাইদুর রহমান, বাংলা বিভাগের অধ্যাপক ড. রেজাউল করিম, অধ্যাপক বাকী বিল্লাহসহ ২০১৫-১৬ শিক্ষাবর্ষের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে বেলা সাড়ে ১২ টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘আলোড়িত ৩০’-এর আয়োজনে কনসার্ট শুরু হয়। কনসার্টে মঞ্চ মাতায় ব্যান্ডদল অ্যাসেজ, বাংলা ফাইভ, আভাস, রংরুট এবং ডাকপিয়ন।

Development by: webnewsdesign.com