আটোয়ারীতে তথ্য আপা প্রকল্পের উঠান বৈঠক

বুধবার, ১৫ জানুয়ারি ২০২০ | ৬:৪৪ অপরাহ্ণ

আটোয়ারীতে তথ্য আপা প্রকল্পের উঠান বৈঠক
apps

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের জাতীয় মহিলা সংস্থা পরিচালিত “ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন “তথ্য আপা”-প্রকল্প (পর্যায়-২) এর উঠান বৈঠক পঞ্চগড়ের আটোয়ারীতে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা তথ্য কেন্দ্রের আয়োজনে বুধবার (১৫ জানুয়ারি) উপজেলার তোড়িয়া ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন সম্পর্কে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা তথ্য সেবা কর্মকর্তা রুমি আক্তার। বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন’ বাল্য বিবাহ, নারী নির্যাতন যৌতুক, ইভটিজিং, মাদকদ্রব্য সহ সকল প্রকার সামাজিক অবক্ষয় রোধে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন। বিশেষ অতিথির বক্তব্যে গ্রাম আদালতের জেলা সমন্বয়কারী মোঃ রাজিউর রহমান রাজু’ অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে গ্রাম আদালতের সুবিধা নিতে সবার প্রতি আহবান জানান। অন্যদের মধ্যে তথ্য আপা প্রকল্পের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন উপজেলা তথ্য সেবা সহকারী কর্মকর্তা রওশন আরা রত্না, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহেরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে বাল্য বিবাহ, নারী নির্যাতন, যৌতুক, কৃষি, চিকিৎসা সেবা সহ গ্রামীণ সুবিধা বঞ্চিত মহিলাদের তথ্য প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং তথ্য প্রযুক্তি ভিত্তিক সেবা প্রদানের মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন সম্পর্কে বিস্তারিত আলোচনা হয় ।

Development by: webnewsdesign.com