আইপিএল খেলে মোস্তাফিজের শেখার কিছু নেই, ফায়দা হবে অন্যদের

বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ | ৭:২৪ অপরাহ্ণ

আইপিএল খেলে মোস্তাফিজের শেখার কিছু নেই, ফায়দা হবে অন্যদের
আইপিএল খেলে মোস্তাফিজের শেখার কিছু নেই, ফায়দা হবে অন্যদের
apps

এবারের আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে খেলছেন পেসার মোস্তাফিজুর রহমান। চেন্নাই সুপার কিংসের হয়ে দারুণ পারফর্মও করছেন এই বাঁহাতি। তবে পুরো আইপিএল তাকে পাবে না চেন্নাই। প্রাথমিকভাবে ৩০ এপ্রিল পর্যন্ত ভারতে থাকার অনুমতি ছিল মোস্তাফিজের। তবে আরও একদিন তার ছুটি বাড়ানো হয়েছে তার। তাতে, আরও একটি ম্যাচ অতিরিক্ত খেলতে পারছেন তিনি।

আইপিএল থেকে ফিরেই জিম্বাবুয়ের বিপক্ষে ৩ মে থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবেন মোস্তাফিজ। বিশ্বের অনেক দেশের ক্রিকেটাররাই আইপিএল খেলার জন্য জাতীয় দলকে উপেক্ষা করেন। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসের কাছেও এমন প্রশ্ন ছিল, জাতীয় দলের হয়ে খেলার চেয়ে আইপিএল খেললেই বেশি উপকার হতো কি না।

এমন প্রশ্নের জবাবে জালাল ইউনুস সাফ জানিয়ে দিয়েছেন, আইপিএল এখন আর মোস্তাফিজের জন্য শেখার মঞ্চ নয়, ‘(মোস্তাফিজ) আইপিএল খেললে কোন দিক দিয়ে ভালো হতো? মোস্তাফিজের আইপিএল খেলে এখন শেখার কিছু নেই। মুস্তাফিজের শেখার প্রক্রিয়া শেষ। বরং মুস্তাফিজের কাছ থেকে আইপিএলের অন্য ক্রিকেটাররা শিখতে পারে। এতে বাংলাদেশের কোনো লাভ হবে না। মোস্তাফিজের কাছাকাছি থেকে অন্যদের ফায়দা হবে।’

আইপিএলে খেলার ক্লান্তি সম্পর্কেও একটা ব্যাখ্যা দেন জালাল ইউনুস, ‘আপনাদের মনে হতে পারে আইপিএল শুধু ৪ ওভারেরই খেলা। কিন্তু এটা কি জানেন, কত ধকল নিতে হয়? রাতেও তাদের ভ্রমণ করতে হয়। খেলা শেষে রাত ১টায়ও বিমান ভ্রমণ করতে হয়। এটা অনেক কষ্টকর। মোস্তাফিজের স্বাস্থ্য ও ফিটনেস নিয়ে আমাদের চিন্তা আছে। সেখানে তারা (চেন্নাই) চাইবে, মুস্তাফিজের থেকে শতভাগ নিতে। তার ফিটনেস নিয়ে তাদের কোনো চিন্তাভাবনা নেই, আমাদের আছে।’

মোস্তাফিজকে ফেরানোর ব্যাখ্যায় বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান বলেন, ‘মোস্তাফিজকে ফেরানো শুধু জিম্বাবুয়ে সিরিজে খেলানোর জন্য নয়। এখানে আমরা তার ওয়ার্কলোড ম্যানেজ করে খেলাব। আইপিএলে থাকলে সেটা হবে না। মুস্তাফিজের শেখার প্রক্রিয়া শেষ। মুস্তাফিজের ওখান থেকে শেখার দরকার নেই। সে ৭-৮ বছর ধরে আইপিএল খেলে। লাভবান তারা হবে, আমরা না।’

চেন্নাইয়ের হয়ে এবারের আইপিএলে শুরুর ম্যাচেই দুর্দান্ত পারফর্ম করেছেন। আরসিবির বিপক্ষে সেই ম্যাচে ৪ উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচসেরা। এখনো পর্যন্ত ৫ ম্যাচ খেলে নিয়েছেন ১০ উইকেট। দীর্ঘদিন সর্বোচ্চ উইকেটশিকারীর পার্পল ক্যাপ ছিল তার দখলে। এখনো ৪ ম্যাচ খেলতে পারবেন এই বাঁহাতি পেসার।

Development by: webnewsdesign.com