ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের বড়িকান্দি গ্রামে ১৯২৬ সালের ১ মার্চ এই কিংবদন্তি প্রচারবিমুখ মানুষের জন্ম হয়। তিনি এমএ, এলএলবি সম্পূর্ণ করে আইন পেশায় আত্মনিয়োগ করেন। তিনি প্রতিথযশা আইনজীবী হিসেবে আইন অঙ্গণে সমধিক পরিচিত ছিলেন।
তিনি মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক , সাবেক মেম্বার অব দ্য লেজিস লেটিব এসেম্বলি (এমএলএ), মেম্বার অব দ্য ন্যাশনাল এসেম্বলি (এমএনএ) এবং বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য ছিলেন।
১৯৭১ খ্রিষ্টাব্দে যখন দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা চরম আকার ধারণ করেছিল ঠিক ঐ সময় নবীনগর উপজেলার পশ্চিমাঞ্চলের নারীদের শিক্ষায়, জ্ঞানে – মননে এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে সলিমগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। শুধু তাই নই সলিমগঞ্জ কলেজ প্রতিষ্ঠায়ও তাঁর বলিষ্ঠ ভূমিকা ছিলো। ব্যক্তি জীবনে নির্লোভ, মিতভাষী, নিরেট ভদ্র মানুষ হিসেবে এখনও মানুষের হৃদয়ে স্থান দখল করে আছেন। আজ প্রয়াত অ্যাডভোকেট দেওয়ান আবুল আব্বাছ সাহেবের ৯৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁকে শ্রদ্ধা ও ভালোবাসা স্মরণ করছি।
Development by: webnewsdesign.com