অস্ট্রেলিয়ায়সহ বিভিন্ন দেশে বিপজ্জনক মাশরুম

শনিবার, ২৮ ডিসেম্বর ২০১৯ | ৩:১০ অপরাহ্ণ

অস্ট্রেলিয়ায়সহ বিভিন্ন দেশে বিপজ্জনক মাশরুম
apps

অস্ট্রেলিয়ায় দেখা গেছে পৃথিবীর অন্যতম বিপজ্জনক ফাঙ্গাস। লাল রঙের এই বিষাক্ত ফাঙ্গাস আগে শুধু জাপান এবং কোরিয়ায় দেখা যেত। এটি কেউ খেলে শরীরের কোনো অঙ্গ অকেজো হয়ে যেতে পারে। হতে পারে মস্তিষ্কের মারাত্মক ক্ষতি। শুধু তাই নয়, গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, এগুলো স্পর্শ করলে ভয়াবহ চর্মরোগও হয়।

ম্যাট ব্যারেট নামের একজন চিকিৎসক বলছেন, ‘গবেষকেরা এখন পর্যন্ত ১০০টির মতো বিষাক্ত মাশরুম পেয়েছেন, তার মধ্যে এটি একমাত্র যেগুলো চামড়ার ভেতর দিয়ে বিষ ছড়িয়ে দিতে পারে!’

কেয়ার্নস শহরের কাছ থেকে এই প্রতিবেদনের ছবিটি তুলেছেন স্থানীয় এক ফটোগ্রাফার। চিকিৎসক ব্যারেট বলছেন, এই ফাঙ্গাস দিনে দিনে চীন, থাইল্যান্ড এবং পাপুয়া নিউ গিনিতেও জন্ম নিচ্ছে।

Development by: webnewsdesign.com