মেক্সিকোতে

মেয়রের বিয়ে কুমিরের সাথে

রবিবার, ০৩ জুলাই ২০২২ | ১:৫৫ অপরাহ্ণ

মেয়রের বিয়ে কুমিরের সাথে
apps

বট আর পাকুর গাছের বিয়ের গল্প অনেকেই শুনেছেন। কেউ কেউ স্বচক্ষে দেখেও থাকতে পারেন এই ধরনের বিয়ে। এক্ষেত্রে ‘বর’ ও ‘কনে’ কেউই কিন্তু মানুষ নয়। কিন্তু এই বিয়ের মাত্র মানুষ, এমনকি একটি এলাকার মেয়রও। আর কনে? কনে হলো একটি কুমির। অদ্ভুত এই বিয়ের ঘটনা ঘটেছে মেক্সিকোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সান পেড্রো হুয়ামেলুলা গ্রামে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় মেয়র মেয়র ভিক্টর হুগো সোসা মেয়র শতাব্দী প্রাচীন রীতিতে গ্রামে প্রাচুর্যের জন্য প্রার্থনা করে এক কুমিরকে বিয়ে করেন।সাত বছর বয়সী সরীসৃপটি লিটল প্রিন্সেস নামে পরিচিত। তাকে ধরিত্রী মাতার প্রতিনিধিত্বকারী দেবী বলে মনে করা হচ্ছে।

বিয়ের অনুষ্ঠানে ভেরি ও ঢোলের সঙ্গে ঐতিহ্যবাহী সংগীত বাজানো হয় এবং অনুষ্ঠানে উপস্থিতরা নৃত্যও করেন।মেয়র যখন বিয়ের পোশাক পরা কুমির কনেকে কোলে করে রাস্তায় নিয়ে যাচ্ছেন, তখন পুরুষরা তাদের টুপি খুলে ‘কনে’কে বাতাস দিয়েছে।বিয়ের আয়োজনকারী গডমাদার হিসেবে পরিচিত এলিয়া এডিথ আগুইলার রয়টার্সকে বলেন, এই আয়োজন আমাকে অনেক আনন্দ দেয়। আমার শিকড় নিয়ে গর্ববোধ করার সুযোগ করে দেয়। এটি একটি খুব সুন্দর ঐতিহ্য।অবশ্য অবাঞ্ছিত ঘটনা এড়াতে লিটল প্রিন্সেসের মুখ দড়ি দিয়ে শক্ত করে বাঁধা ছিল। কারণ পুরো অনুষ্ঠানে মেয়র একাধিকবার লিটল প্রিন্সেসকে চুম্বন করেন।কথিত আছে যে ওক্সাকা রাজ্যের চোন্টাল এবং হুয়াভ আদিবাসী সম্প্রদায়ের মধ্যে উদ্ভট বিয়ের প্রথা বহু শতাব্দী আগে প্রাক-হিস্পানিক সময়ে শুরু হয়।বিয়ের পর মেয়র সোসা বলেন, আমরা প্রকৃতির কাছে পর্যাপ্ত বৃষ্টি চাই, পর্যাপ্ত খাবার চাই, নদীতে মাছ চাই।সান পেড্রো হুয়ামেলুলা ওক্সাকার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে একটি গ্রাম। এই গ্রামের অধিকাংশ মানুষ মৎসজীবী।

Development by: webnewsdesign.com