হিমায়িত ভ্রূণ থেকে মানব শিশু জন্মানোর বিশ্বরেকর্ড

শুক্রবার, ০৪ ডিসেম্বর ২০২০ | ১১:১০ পূর্বাহ্ণ

হিমায়িত ভ্রূণ থেকে মানব শিশু জন্মানোর বিশ্বরেকর্ড
apps

২৮ বছর বয়সী গিবসন নামে এক মার্কিন স্কুলশিক্ষিকা কন্যা সন্তানের মা হয়েছেন। এখানে বিস্ময়কর ঘটনা হচ্ছে, যে ভ্রূণ থেকে তার মেয়ের জন্ম, ওই ভ্রূণের বয়সই ২৭ বছর। এত পুরনো হিমায়িত ভ্রূণ থেকে মানব শিশু জন্মানোর এটি বিশ্বরেকর্ড।

ওই শিশুর নাম রাখা হয়েছে মলি গিবসন। গত অক্টোবরে তার জন্ম হয়। গিবসন দম্পতির সন্তান হচ্ছিল না। মলি গিবসনকে পেয়ে তারা আবেগাপ্লুত। বিবিসি।

নক্সভিলে ন্যাশনাল এমব্রয় ডোনেশন সেন্টারে ১৯৯২ সালের অক্টোবরে মলির ভ্রুণ সংরক্ষণ করে রাখা হয়েছিল। টিনা এবং বেন গিবসন যোগাযোগ করেন ওই সংস্থার সঙ্গে। এই বছর ফেব্রুয়ারিতে টিনা সেই সংরক্ষিত ভ্রুণ থেকে গর্ভবতী হন। মাস খানেক আগে জন্ম দেন কন্যা সন্তানের।

Development by: webnewsdesign.com