হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় সুন্দরী নারীরা। সম্প্রতি স্পেনের একদল গবেষক এমনটাই তথ্য দিয়েছে।
স্পেনের ভ্যালেন্সিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক জানায়, সুন্দরী নারীরা সামনে এলে পুরুষদের মানসিক চাপ বেড়ে যায়।
রাস্তায় চলাচলের সময় সুন্দরী নারী দেখলে বেশিরভাগ ছেলেদের মনের অন্যরকম অনুভূতি হয়। এ রকম বহু ঘটনা সিনেমার পর্দায় দেখা যায়।
বাস্তবেও যে এমন অনেক ঘটনা ঘটে তা কি আমরা জানি। তবে তা অনেক লুকিয়ে রাখি কাউকে বলতে চাই না। বন্ধু-বান্ধবদের সঙ্গে আড্ডায় সে কথা স্বীকারও করেন অনেকে। তবে এ বিষয়ে এখনই সংযত হওয়া জরুরি।
স্পেনের একদল গবেষকদের দাবি, সুন্দরী নারীরা পুরুষের হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দেয়। দীর্ঘ ৯ বছরে গবেষণার পর তারা এই সিদ্ধান্তে পৌঁছেছেন। তাদের দাবি, এই মানসিক চাপ কখনও কখনও এতটাই বেড়ে যায়, এর ফলে হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে।
গবেষকরা জানান, ৮৪ জন স্বেচ্ছাসেবক পুরুষের ওপর টানা ৯ বছর ধরে গবেষণা চালিয়ে তারা দেখেছেন সুন্দরী মেয়েরা কাছে আসার ৫ মিনিটের মধ্যেই ছেলেদের হৃদস্পন্দনের গতি অনেকটাই বেড়ে যায়।
এই ৫ মিনিটের মধ্যেই ছেলেদের শরীরে ‘কোর্ট্রিসল’ নামের বিশেষ হরমোনের নিঃসরণ অনেকটা বেড়ে যায়। ‘কোর্ট্রিসল’ হরমোনের মাত্রাতিরিক্ত নিঃসরণের প্রভাবে হৃদযন্ত্রের ক্ষতির আশঙ্কা অনেকটাই বেড়ে যায়। একই সঙ্গে ডায়াবেটিস বা নানা রকম স্নায়ুবিক সমস্যা দেখা দিতে পারে।
Development by: webnewsdesign.com