রাসিক মেয়র লিটন করোনায় আক্রান্ত

শনিবার, ১৫ জানুয়ারি ২০২২ | ৭:১৯ অপরাহ্ণ

রাসিক মেয়র লিটন করোনায় আক্রান্ত
apps

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন করোনা পজিটিভ হয়েছেন। শনিবার (১৫ জানয়ারি) বিকালে একাধিক বিশ্বস্ত সূত্র মেয়রের করোনা পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। বতর্মানে তিনি ঢাকায় তার নিজ বাসাতেই চিকিৎসাধীন রয়েছেন।

সূত্রগুলো বলছে, দুই-একদিন আগে থেকেই মেয়র লিটনের হালকা কাশি হয়। সেই সন্দেহের জায়গা থেকে শনিবার তার কোভিড টেস্ট করানো হয়। এতে তাঁর রিপোর্ট পজিটিভ আসে। তবে তিনি শারীরিকভাবে ঠিক আছেন। শরীরের অন্য কোনো সমস্যা নেই। মেয়র মহোদয়সহ সংশ্লিষ্ট সবাই তার দ্রæত আশু সুস্থতার জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।

এদিকে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন-আরইউজে’র পক্ষ থেকে তার সুস্থতা কামনা করা হয়েছে। আরইউজের সভাপতি রফিকুল ইসলাম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান টুকু এক বিবৃতিতে বলেন, আমরা আশা করি দ্রæত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন সুস্থ হয়ে উঠবেন। তিনি সুস্থ হয়ে রাজশাহীতে ফিরে এসে আবারও নগরীর উন্নয়নে নিজেকে নিয়োজিত করবেন।

Development by: webnewsdesign.com