প্রচণ্ড শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে ব্রিটেনের লন্ডন শহর

মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯ | ৯:৪৮ পূর্বাহ্ণ

প্রচণ্ড শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে ব্রিটেনের লন্ডন শহর
apps

আন্তর্জাতিক ডেস্ক

সপ্তাহান্তেই বৃষ্টি নেমেছিল লন্ডনে। আর সেই বৃষ্টি থামতেই শুরু হয়েছে প্রচণ্ড শীত। এ পরিস্থিতিতে ইতিমধ্যেই ব্রিটেনের বেশ কিছু শহরে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস।

রাজধানী শহর লন্ডনসহ ব্রিটেনের একাধিক এলাকায় শনিবার থেকেই প্রবল তুষারপাতের সতর্কতা জারি হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ২ ইঞ্চি পুরু বরফের চাদরে ঢেকে যেতে পারে লন্ডন-সহ গোটা ব্রিটেন।

গতকাল সোমবার ইংল্যান্ডের বিভিন্ন এলাকাসহ উত্তর আয়ারল্যান্ডের পারথ, উত্তর ওয়েলস বরফের চাদরে ঢেকে গেছে। হিমাঙ্কের পাঁচ ডিগ্রি নীচে রয়েছে গোটা ব্রিটেনের তাপমাত্রা।

ব্রিটেনের আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই ঠাণ্ডার প্রকোপ আরও বাড়বে। এই বছরের শীত রাশিয়ার হাড় হিম করা ঠাণ্ডাকেও হার মানাবে। তাই এবারের বড়দিনে কেকের উষ্ণতা আলাদা আমেজ আনতে চলেছে শীতে জবুথবু হয়ে পড়া ব্রিটেনবাসীর কাছে।

Development by: webnewsdesign.com