নির্বাচন বর্জনের সিদ্ধান্তে বিএনপি অটল : রিজভী

সোমবার, ১৫ এপ্রিল ২০২৪ | ৬:২১ অপরাহ্ণ

নির্বাচন বর্জনের সিদ্ধান্তে বিএনপি অটল : রিজভী
উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্তে বিএনপি অটল : রিজভী
apps

উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্তই বিএনপি বহাল রেখেছে বলে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না। এখন পর্যন্ত আমাদের কাছে যে সিদ্ধান্ত তা হচ্ছে- কোনো নির্বাচনে আমরা যাব না। এই সিদ্ধান্ত আমাদের আগেই নেওয়া। বিএনপি এখনো সেই সিদ্ধান্তেই অটুট।

সোমবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে দলের সিদ্ধান্ত জানতে চাইলে তিন এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, ‘আপনারা আমাদের শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি সব কিছু ওরা ধ্বংস করে দিয়েছেন। কোথায় আমাদের স্বাধীনতা? একই দিনে ভারতের বোম্বে যে সিনেমা রিলিজ সেটা ঢাকাতেও রিলিজ হয়, এটা কি স্বাধীনতার নমুনা?’

তিনি আরও বলেন, ‘ওবায়দুল কাদের সাহেবরা স্বাধীনতার কথা বলেন। আপনারা ক্ষমতায় আসার পর থেকে মনে হয়েছে যে, আমরা বোধহয় একটা পরাধীন দেশে বাস করছি, আমরা পরনির্ভরশীল একটা দেশে বাস করছি। এই কারণেই আজকে দেশের এই করুণ অবস্থা, জনগণের চরম দুরাবস্থা, অর্থনীতির ভঙ্গুর অবস্থা।’

রিজভী বলেন, ‘ওবায়দুল কাদের সাহেব বলেছেন, তলে তলে আমরা আঁতাত করছি, অমুক করছি। এই তলে তলের মধ্যে তাদের (আওয়ামী লীগের) অন্য উদ্দেশ্য আছে। বাংলাদেশের যে স্বাতন্ত্র্য সেটাকে তারা ম্লান করে দিতে চায়, বিলীন করে দিতে চায়। তাদের বক্তব্য উদ্দেশ্যেমূলক, বিভ্রান্তিকর, ইতিহাস বিরোধী, দেশের গণতন্ত্র বিরোধী।’

Development by: webnewsdesign.com