ধর্ষকদের শাস্তির দাবিতে রাস্তায় নেমেছে বিভিন্ন সামাজিক সংগঠন

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২০ | ৪:২৩ অপরাহ্ণ

ধর্ষকদের শাস্তির দাবিতে রাস্তায় নেমেছে বিভিন্ন সামাজিক সংগঠন
apps

সারাদেশে ধর্ষণ প্রতিরোধ এবং ধর্ষকদের শাস্তির দাবিতে রাস্তায় নেমেছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। তাদের দাবি, ধর্ষণের বিচারে গঠন করতে হবে আলাদা ট্রাইব্যুনাল, নিশ্চিত করতে হবে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। এ দাবিতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন, সমাবেশসহ নানা কর্মসূচি পালন করে তারা। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে ধর্ষকদের বিচার নিশ্চিত করার দাবি সবার কণ্ঠে।

সকালের একপশলা বৃষ্টির বাধা উপেক্ষা করেই রাজধানীর ধানমন্ডি এলাকায় সমাবেত হন যুব মহিলা লীগের নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে সাম্প্রতিক সময়ে দেশে সংঘটিত নারী ও শিশুদের ওপর চালানো সব ধরনের নির্যাতনের বিচার দাবি করেন।

একই সময়ে রাজধানীর শাহবাগে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছে ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশ নামে একটি সংগঠন।

সংসদ ভবনের সামনে আয়োজিত এক সমাবেশে বক্তারা ধর্ষণের বিচারে আলাদা ট্রাইব্যুনাল গঠন, সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডসহ ৭ দফা দাবি জানায়।

একই দাবিতে দেশের নোয়াখালী, চটগ্রাম, রাজশাহী, রংপুর, গাজীপুর, ঠাকুরগাঁও, মৌলভীবাজার, চুয়াডাঙ্গাসহ বিভিন্ন জেলায় নানা কর্মসূচি পালন করা হয়।

ধর্ষকের দ্রুত বিচার দাবিতে সোচ্চার সব শ্রেণিপেশার মানুষ।

Development by: webnewsdesign.com