কাজিপুরে নানা আয়োজনে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ১১:৫২ পূর্বাহ্ণ

কাজিপুরে নানা আয়োজনে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত
কাজিপুরে নানা আয়োজনে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত
apps

সিরাজগন্জের কাজিপুরে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) এ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা স্বাধীনতা স্কয়ারে বঙ্গবন্ধু ও জাতীয় নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে কাজিপুর উপজেলা প্রশাসন, পরিষদ, স্থানীয় সাংসদ, বীরমুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল,কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ, কাজিপুর থানা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

বর্ণাঢ্য শোভাযাত্রার পরে উপজেলা পরিষদ অডিটোরিয়াম ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতাবিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সোহরাব হোসেনের সভাপতিত্বে দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শানজীদা মুস্তারী, কৃষি অফিসার শরিফুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম, ওসি তদন্ত আব্দুল মজিদ মন্ডল, ,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি পরিমল কুমার তরফদার।

এ সময় উপস্থিত ছিলেন মহিলা বিষয়ককর্মকর্তা চিত্রারানী সাহা,চালিতাডাঙ্গা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল , সমাজ সেবা অফিসার মোতালেব হোসেন ,বিএডিসি সহকারী প্রকৌশলী তারেক আহমেদ, তথ্য সেবা অফিসার মৌসুমী বসাকসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ,জনপ্রতিনিধিবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।অনুষ্ঠান টি সঞ্চালনা করেন উপজেলা সমবায় অফিসার খালেদুজ্জামান খান।

Development by: webnewsdesign.com