একটি মাছের দাম ১৩ কোটি টাকা!

মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২০ | ৬:২৫ অপরাহ্ণ

একটি মাছের দাম ১৩ কোটি টাকা!
apps

দৈত্যাকার টুনা মাছ। তার আবার তাক লাগানো দাম। নববর্ষের আগে জাপানের মৎস্যজীবীরা ধরতে পেরেছিলেন দৈত্যাকার ব্লুফিন টুনা মাছ। নববর্ষের প্রথম নিলামে সেই মাছের দাম ওঠে ১৩ কোটি টাকা। এ ঘটনা ঘটেছে জাপানের টোকিওতে।
জাপানের আওমরি এলাকায় ধরা পড়েছিল দু’শ ৭৬ কেজি ওজনের ব্লুফিন টুনা মাছ। ওই মাছ আনা হয় টোকিওর টোয়োসু মাছ বাজারে। নববর্ষের প্রথম দিনে টুনার নিলাম জাপানের ঐতিহ্য। সেই ঐতিহ্য মেনে টুনা মাছটি নিলামে তোলা হলে ১৩ কোটি টাকায় বিক্রি হয়।
সব ক্রেতাকে টেক্কা দিয়ে ওই মাছ কিনে নেন সুশিজানমাই চেন রেস্তোরাঁর মালিক কিয়োশি কিমুরা। ওই টুনা মাছের কেজি প্রতি দাম পড়েছে সাড়ে চার লাখ টাকারও বেশি।

জাপানের নববর্ষের প্রথম নিলামে টুনা মাছের দাম কোটি টাকা ছুঁয়েছে অনেক বার। ২০১৩ সালে দৈত্যাকার এক টুনা বিক্রি হয়েছিল ২২ কোটি টাকায়। দামের দিক থেকে তা এখনো শীর্ষে। সেই রেকর্ডের কাছাকাছি পৌঁছাল ২৭৬ কেজির এই টুনার দাম।
জাপানের ওই চেন রেস্তোরাঁ ব্যবসায়ী ২০০৮ সালেও একটি টুনা মাছ কিনেছিলেন ১২ কোটি টাকায়। সেবার তার হাঁকা দামের ধারে কাছে পৌঁছাতে পারেননি অন্যান্যরা। এবারও সেই একই ছবি দেখা গেছে।

Development by: webnewsdesign.com