সুনামগঞ্জের জগন্নাথপুরে থানা পুলিশের অভিযানে আবদুল রশিদ নামের এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে। সে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কান্দারগাঁও গ্রামের নাসির উদ্দিনের ছেলে।
জানাগেছে, ১৪ জানুয়ারি রাতে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশনায় থানার এএসআই মোঃ শাহীন চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ সিলেট নগরের গোটাটিকর এলাকায় অভিযান চালিয়ে ব্র্যাক ব্যাংকের চেক জালিয়াতি মামলায় আদালতের এক মাসের সাজাপ্রাপ্ত ও ১ লাখ ৭৩ হাজার ৭৩৪ টাকা জরিমানা কৃত পলাতক আসামী আবদুল রশিদকে গ্রেফতার করেন। গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে থানার এএসআই মোঃ শাহীন চৌধুরী বলেন, গ্রেফতারকৃত আসামীকে ১৫ জানুয়ারি বুধবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
Development by: webnewsdesign.com