সকালে উদিত হয়েছে নতুন সূর্য। ক্যালেন্ডারের পাতায় গণনা শুরু হলো নতুন দিনের। নতুন বছর শুরুর সাথে সাথে শুরু হয়েছে নতুন প্রত্যাশা। আর নতুন বছরের প্রথম দিনটা শুরু হচ্ছে ক্ষুদে শিক্ষার্থীদের মুখের হাসির ঝলকানিতে। নতুন বই হাতে পেয়ে উৎসবে মেতে উঠার অপেক্ষায় কোমলমতি শিশুরা।
শিশুদের সেই উৎসবের ক্ষণ রাঙিয়ে নিতে সিলেটসহ সারাদেশে প্রতি বছরের প্রথম দিনে করা হয় বই উৎসব। বুধবার সকাল থেকে সিলেটের বিভিন্ন স্কুলে বই উৎসবে মেতে উঠেছে ক্ষুদে শিক্ষার্থীরা। উচ্ছ্বাস আর আনন্দের মধ্য দিয়ে বছরের প্রথম দিনেই বর্ণমালার সঙ্গে পরিচিত হচ্ছেন কোমলমতিরা।
সিলেট জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সুত্রে জানা গেছে, এবার সিলেটে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১৬ লাখ ৫ হাজার ৯৮৪ শিক্ষার্থীর মধ্যে ৭৬ লাখ ৩৫ হাজার ৬২০টি নতুন বই বিতরণ করা হবে। এছাড়া শিশু শ্রেণিতে একটি করে নতুন বই ও খাতা পাবে ২ লাখ ৪৪ হাজার ৯০৪ জন শিক্ষার্থী।
এছাড়া, সিলেট বিভাগে মাধ্যমিক পর্যায়ে প্রায় ১২ লাখ শিক্ষার্থীর মধ্যে প্রায় দেড় কোটি নতুন বই বিতরণ করা হবে।
Development by: webnewsdesign.com