সাতক্ষীরার দেবহাটায় ২১০ বোতল ফেন্সিডিলসহ আটক হয়েছে। আটককৃত ব্যক্তিরা সাতক্ষীরা সদর উপজেলার বাসিন্দা। দেবহাটা সার্কেলের সিনিয়র এএসপি শেখ ইয়াসিন আলীর নির্দেশনা মোতাবেক দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা, এসআই হুমায়ুন কবির, এএসআই রশিদুল আলম সোহেল হোসেন, তরিকুল ইসলাম যৌথ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
সোমবার (৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে কুলিয়া চেয়ারম্যান আসাদুল ইসলামের মসজিদের পাশ থেকে উক্ত মাদক উদ্ধার হয়। এ সময় পুলিশ সাতক্ষীরা সদর উপজেলার চৌবাড়িয়া গ্রামের মৃত মির আলী গাজীর ছেলে আনোয়ার হোসেন (৫৩), আনোয়ার হোসেনের ছেলে আইয়ুব হোসেন (২৫)।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুলিয়া এলাকা থেকে মাদক ব্যবসায়ী পিতা-পুত্র গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মাদক মামলা দায়ের পরবর্তী জেলহাজতে প্রেরণ করা হবে।
Development by: webnewsdesign.com