শিবগঞ্জে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বুধবার, ২১ অক্টোবর ২০২০ | ১০:৪৯ পূর্বাহ্ণ

শিবগঞ্জে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
apps

বগুড়ার শিবগঞ্জে মোস্তাফিজার রহমান মোস্তা (৫০) নামের এক সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলা সদরের আলাদিপুর নয়া পাড়া গ্রামে এঘটনা ঘটে।

খবর পেয়ে বুধবার (২১ অক্টোব) সকালে নিহতের বাড়ি থেকে ২০০ গজ দূরে একটি পুকুর পাড় থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মোস্তাফিজার রাহমান মোস্তা ঐ এলাকার আকবর হোসেন মন্ডলের ছেলে ও শিবগঞ্জ ইউপির সাবেক সদস্য। তিনি পার্শ্ববর্তী পশ্চিম জাহাঙ্গীরাবাদ ইট ভাটার মালিক বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, হত্যার কারণ তাৎক্ষণিক ভাবে জানা যায়নি। লাশের সুরত হাল রিপোর্ট তৈরী করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Development by: webnewsdesign.com