মৌলভীবাজারে গণধর্ষণের শিকার দুই বান্ধবী,আটক-৩

বুধবার, ১৫ জানুয়ারি ২০২০ | ১২:১৭ অপরাহ্ণ

মৌলভীবাজারে গণধর্ষণের শিকার দুই বান্ধবী,আটক-৩
apps

মৌলভীবাজারে প্রেমিকা ও তার বান্ধবীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের শিকার এক মেয়ে বাদী হয়ে ৪জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় প্রেমিক যুবকসহ তিন জনকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, উওর জগন্নাথপুর গ্রামের ইসলাম মিয়ার ছেলে মুন্না, সুরুক মিয়ার ছেলে হুমায়ুন আহম্মদ, আদরিছ মিয়ার ছেলে আকাশ মিয়া তাদের বাড়ি এইক গ্রামে।

অভিযোগকারী জানান, মঙ্গলবার শহরের এম সাইফুর রহমান ষ্টেডিয়ামের পাশে বাগান এলাকায় মোস্তফাপুর ইউনিয়নের উত্তর জগন্নাথপুর গ্রামের ইসলাম মিয়ার ছেলে মুন্নার সাথে বেড়াতে যায় তারা। নির্জন বাগানে মুন্না ও তাঁর সহযোগীরা মিলে দুই বান্ধবীকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। এরপর তারা সেখান থেকে ষ্টেডিয়ামের সামনে এসে এলাকাবাসীকে বিষয়টি অবগত করেন।

পরে পুলিশ খবর পেয়ে সেখানে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি তদন্ত) পরিমল চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করে জানান, ধর্ষিতাদের বাড়ী সদর উপজেলার বাউরভাগ গ্রামে। এ ব্যাপারে থানায় চার জনকে আসামী করে মামলা হয়েছে।

এপর্যন্ত তিনজন আসামীকে আটক করা হয়েছে। অপর আসামিকে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে ।

Development by: webnewsdesign.com