জয়পুরহাটের পাঁচবিবিতে মুরগী বোঝাই ট্রাকের ধাক্কায় নাহিদ হাসান (২৮) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। ট্রাক চালক ও হেলপারকে এলাকাবাসী আটক করে পুলিশের কাছে সোপর্দ্দ করেছে। তার স্ত্রী আকলিমা (২২) গুরুতর আহত হয়ে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি রয়েছেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে পাঁচবিবি-ঘোড়াঘাট সড়কের রশিদপুর মোলান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাহিদ বারকান্দ্রি গ্রামের আলী আহম্মেদের ছেলে।
এলাকাবাসী জানায়,নাহিদ ভ্যানে তার স্ত্রীকে নিয়ে রশিদপুর মোলান থেকে বাড়ী আসার পথে মুরগী বোঝাই একটি ট্রাক ধাঁক্কা দিলে সে সড়কের উপর ছিটকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।
Development by: webnewsdesign.com