টেকনাফে ১০টি আগ্নেয়াস্ত্রসহ দুই রোহিঙ্গা আটক..

মঙ্গলবার, ০২ ফেব্রুয়ারি ২০২১ | ১১:৪৭ পূর্বাহ্ণ

টেকনাফে ১০টি আগ্নেয়াস্ত্রসহ দুই রোহিঙ্গা আটক..
apps

কক্সবাজারের টেকনাফের দমদমিয়া এলাকা থেকে ১০টি আগ্নেয়াস্ত্রসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ান (র‌্যাব-১৫)-এর সদস্যরা।

সোমবার (০১ ফেব্রুয়ারি) রাত নয়টার দিকে দমদমিয়া ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের আটক করা হয়।

আটক ২ সন্ত্রাসী হলো- মুচনী রোহিঙ্গা শিবিরের সৈয়দ হোসেন (৫৫) ও বদি আলম (২০)। তারা দুজনই জকির গ্রুপের সক্রিয় সদস্য বলে জানিয়েছে র‌্যাব।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১৫ উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি আটক দুজনই রোহিঙ্গা সন্ত্রাসী জকির গ্রুপের সদস্য। ১০টি অস্ত্র নিয়ে ব্রিজের নিচ দিয়ে পাহাড়ে ঢোকার সময় তাদের আটক করা হয়েছে।

Development by: webnewsdesign.com