চকরিয়ায় চোলাই মদ নিয়ে নারী ব্যবসায়ী আটক

বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২০ | ৬:১৩ অপরাহ্ণ

চকরিয়ায় চোলাই মদ নিয়ে নারী ব্যবসায়ী আটক
apps

কক্সবাজারের চকরিয়া পৌরসভার ভাঙ্গারমূখ এলাকা থেকে ৫০ লিটার চোলাই মদ নিয়ে সখিনা বেগম(৫০) নামের এক ব্যবসায়ীকে আটক করে চকরিয়া থানা পুলিশ।

গত ১১ ফেব্রুয়ারী গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।আটককৃত সখিনা বেগম চকরিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের নিজপানখালী এলাকার কবির আহমদের স্ত্রী।

 

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হাবিবুর রহমান বলেন,থানার এসআই তুষ্ট লাল বিশ্বাস, এএসআই খায়রুল আলম ও এএসআই জেড রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে দেশীয় তৈরী চোলাই মদসহ সখিনা বেগমকে আটক করে। এসময় তার কাছ থেকে ৫০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার করা হয়।

ওই নারীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজুর মাধ্যমে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Development by: webnewsdesign.com