কুড়িগ্রামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে কুড়িগ্রাম জেলা স্টেডিয়াম মাঠে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে এ খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক মো: হাফিজুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: শহিদুল ইসলামা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান, সাবেক পৌর চেয়ারম্যান কাজিউল ইসলাম ও কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি এড.আহসান হাবীব নীলু প্রমুখ।
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টে জেলার ৯ উপজেলার মোট ১৮টি দল অংশ নেয় এবং ১৫জানুয়ারি ফাইনাল খেলার মধ্য দিয়ে এর সমাপনী অনুষ্ঠিত হবে।
Development by: webnewsdesign.com