কুড়িগ্রামেঅস্ত্রসহ শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩

রবিবার, ০৫ জানুয়ারি ২০২০ | ৫:০৬ অপরাহ্ণ

কুড়িগ্রামেঅস্ত্রসহ শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩
apps

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক ও অস্ত্রসহ মনছুর আলী নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার রাতে উপজেলার নাওডাঙা ইউনিয়নের বলারহাট বাজার থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-১৩। এসময় তার সাথে থাকা একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব ও পুলিশ জানায়, শনিবার রাতে বালারহাট বাজার থেকে গোপন সংবাদের ভিত্তিতে মনছুর আলীকে ৫ কেজি গাঁজা সহ গ্রেফতার করে র‌্যাব। তাকে জিজ্ঞাসাবাদ করে প্রাপ্ত তথ্য অনুযায়ী ফের অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলিও উদ্ধার করা হয়। রোববার সকাল এগারোটায় মনছুর আলীকে ফুলবাড়ী থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়। জেলার ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী নিশ্চিত করে জানান, উপজেলার নাওডাঙা ইউনিয়নের গজেরকুটি গ্রামের মৃত আমিন উদ্দিনের পুত্র মনছুর আলী। সে দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে মামলা দিয়ে রোববার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Development by: webnewsdesign.com