সিরাজগঞ্জ-১ সংসদীয় আসনে আগামী ১২ নভেম্বর উপনির্বাচন উপলক্ষে কাজিপুর উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়। রবিবার (৪ অক্টোবর) সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনীত প্রার্থী সাবেক সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইভিএম ভোটের ক্ষেত্রে, ভোটার উপস্থিতি,প্রয়োগ পদ্ধতিতে সচেতনতামূলক দিকনির্দেশনা দেন।
উপস্থিত ইউনিয়ন ও ওয়ার্ডের নেতারা সুষ্ঠভাবে নির্বাচন সম্পন্নের জন্য মতামত ব্যক্ত করে। ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ করেন, কাজিপুর সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাস্টার, সোনামুখী ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাস্টার, মাইজবাড়ী ইউনিয়নের সাধারণ সম্পাদক নাজমুল হাসান চয়ন, শুভগাছা ইউনিয়নের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, তেকানী ইউনিয়নের সাধারণ সম্পাদক শিবন।
এছাড়াও প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের সাভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভার কাজ পরিচালনা করেন,উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সভাপতি আব্দুল মান্নান তালুকদার, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান তালুকদার, উপজেলা কৃষক লীগ সহ-সভাপতি ও চালিতাডাঙ্গা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল।
উপজেলা যুবলীগ সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক আলী আসলাম, সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান স্বাধীন। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদারসহ আওয়ামী সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সকল ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।
Development by: webnewsdesign.com