ঢাকার ধামরাইয়ের পৌরসভায় রফিকরাজু ক্যাডেট একাডেমির নবম শ্রেণির মেধাবী ছাত্র হোসাইন মাজিদ লিখন হত্যাকারীদের ফাঁসির দাবিতে গতকাল দুপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মানববন্ধন করেছেন ওই স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয়রা। তারা দ্রুত লিখনের খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
জানা গেছে, ধামরাই পৌরসভার ঘরিদারপাড়ার বাসিন্দা আবু রাশেদের একমাত্র ছেলে নবম শ্রেণির মেধাবী ছাত্র হোসাইন মাজিদ লিখনকে ২০২০ সালের ১৩ই আগস্ট সকাল সাড়ে ১১টার দিকে নিজ বাড়ি থেকে মোবাইল ফোনে ডেকে মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে যায় পৌরসভার পাঠানটোলা মহল্লার জুনু মিয়ার ছেলে কলেজছাত্র দীপ ও বাগনগর মহল্লার ছিদ্দিক মিয়ার ছেলে ইমন। এরপর তারা তাকে কৌশলে হাজীপুর ছোট ব্রিজের পাশে নিয়ে খুন করে বংশী নদীতে ফেলে দেন। বিকাল ২টায়ও লিখন বাসায় না ফিরলে ইমন ও দীপকে তার সন্ধান জানতে চেষ্টা করা হয়। পরে তাদের দেয়া তথ্য মতে বিকাল ৪টার দিকে বংশী নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ ওই সময়ই দীপ ও ইমনকে গ্রেপ্তার করে। রাতে লিখনের বাবা আবু রাশেদ বাদী হয়ে ধামরাই থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় তারা এখনো জেলে রয়েছে।
দ্রুত খুনিদের ফাঁসির দাবি জানিয়ে শিক্ষার্থী, শিক্ষক, লিখনের বাবা-মা ও প্রতিবেশীরা ঈদগা মাঠে মানববন্ধন করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, লিখনের হত্যাকারীদের দ্রুত ফাঁসির রায় দিয়ে তা কার্যকর করতে হবে। তা না হলে খুনিরা একের পর এক মায়ের বুক খালি করবে। লিখনের মা মিনু কান্নাজড়িত কণ্ঠে জানান, আমার ছেলেকে দীপ আর ইমন খুন করেছে। আমি তাদের ফাঁসি চাই। তিনি এ সময় আরও বলেন, মামলা তুলে নিতে আসামি পক্ষের লোকজন আমাদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। এতে আমরা চরম আতঙ্কের মধ্যে আছি।
Development by: webnewsdesign.com